ভাইজান,
হামায় চোর ন্যাতারা সাদু;
আর আমলারা?
ওমরা বাইষষালি কদু!
ও ভাইজান,
ধান্দাবাজ আর চান্দাবাজে
ভরিয়া গ্যাছে দেশ!
অথচ,
গান গপ্পো কবিতা ছন্দে
সোনার বাংলাই বেশ!!
কয়্যা কি আর লাভ আচে ভাই?
শুইনচে কে কার কথা?
এইল্লা ভাবিলে নিদ আসে না
বিষেয় খালি মাথা!!
ঐ নাটবল্টুর ক্ষেমতা পাওয়ার
যাদের হাতে আচে
ওমরা
ন্যায়নীতি আর দেশ প্রেমটা
খাইচে, অল্পদামে ব্যচে!
মানষি'টা মুই ক্ষুদ্র তেবু
এই দেশেরই মালিক
মূল্য বোঝে চিত্রা শালিক?
খোঁজে অর্থবিত্তের ধনিক!!


"উৎসর্গঃ বড়ভাই M A Badsha, একসময়ে কলেজ পড়ুয়া রাজনৈতিক প্রতিপক্ষ! ভালো থাকুন সবসময়, সত্য ন্যায় ও সুন্দরের সাথে থাকুন। ইনশাআল্লাহ, সুদিন উদ্ধারে এক কাতারেই থাকবো।"


°
°
°
চিত্রা শালিক
পঁচিশ সাত একুশ