যত দিবি জ্বালা আমায়
তত জ্বালা দে;
ও আল্লাহ্‌, তত জ্বালা দে।
ও তুই, জ্বালাইয়া পুড়াইয়া আমায়
ছারখার করে দে;
ও আল্লাহ্‌, ছারখার করে দে।।


যত কষ্ট দিবি আমায়
তত কষ্ট দে;
আরে তত কষ্ট দে।
কষ্ট দিয়া দিয়া আমায়
অঙ্গার করে দে;
আল্লাহ্‌, অঙ্গার করে দে।।


যত মুশকিল দিবি আমায়
তত মুশকিল দে;
ও আল্লাহ্‌, তত মুশকিল দে।
মুশকিল সমায়ে ধৈর্য ধরার
ঈমান দিয়া দে;
ও আল্লাহ্‌,  ঈমান দিয়া দে।।


আজরাইলরে পাঠাইয়া দিবি।।
তারে দে পাঠাইয়া দে
ও মালিক,  দে পাঠাইয়া দে।
মুমিন না বানায়া আমায়
কবরে নিস নে।।
ও আল্লাহ্‌, কবরে নিস নে।।।।।।।।।।


=গীতিকাব্য=
(কিছুক্ষেত্রে সমবেতকণ্ঠ সংগীত)
০০:৫৪/০৮-১০-২০১৭