ইতালিতে থাকেন যিনি
নামটা তাহার মন্টু ভাই
পাঁচ বছরে প্রবাস নিছি
এই দেশেতে কম্ম নাই!


যাচ্ছেলো সব ভালো-ভালাই
কাড়ি কাড়ি টাকা পাই!
কাজের কি আর ছোটো বড়?
ভার্সিটিতে ছোট্ট ভাই!


হঠাৎ করে কীসব শুনি
ভাইরাস এলো করোনা
বুকটাতে বেশ মোচড় দিলো
ইতালিতে রইবো না!


চোখের সামনে মরছে মানুষ
এসব কী আর সওয়া যায়?
দেশের টানে যাচ্ছি ফিরে
আ-কথা তো বলাই যায়!


মন্টু মিয়া বিদাশ ফেরত
এখন তো ভাই আছি বেশ
কোরেন্টাইনে জামাই আদর
প্রাণের প্রিয় বাংলাদেশ.....!


" দিছ ইজ মন্টু মিয়া
মেইড ইন বাংলাদেশ"


°
°
°


______ রশিদ ভাই
আঠারো তিন কুড়ি