আপনারা যখন শামীম সাহেদ পাপুল মিষ্টি পাপিয়া নিয়া গবেষণা করছেন আমরা তখন মানবসৃষ্ট বন্যায় ভেসে যাই! আমার ঘুমন্ত শিশুর প্রাণ যায় তিস্তার পানিতে! স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ হতে চললেও তিস্তার সমাধান নাই।


উন্নয়ন, তুমি কতদূর?
তিস্তা এখন মৃত্যুফাঁদ!


___________________


বঙ্গপিতার নাম ভাঙ্গিয়ে
চলছে ওরা বেশ!
বেশি কিছু কৈতে গেলে
হৈয়া যাবেন শেষ!!


অন বিচারে ডেলিভারি
অমন মহামূল্যের প্রাণ
মরার পরে মায়াকান্না
ফুলেল গোরস্তান!!


দুঃখটা ভাই কৈবো কারে?
কে দেবে তার দাম?
জীবন মৃত্যুর কাঁটাতারে
ঝুলন্ত মোর ধাম!!!


বঙ্গবন্ধুর মুক্তি সেনা
জন্মে না ভাই আর
দেশটা বোঝাই খন্দকারে
বোঝে না রাজাকার!


চোরেচোরে মাসতুতো ভাই
প্রবাদবাক্যে কয়
আশায় বাঁচে বীর বাঙালি
করবে আবার জয়!!


___________________