জাতীয় মাছ ইলিশ
কত আগে খাইছি?
মনেই পড়তাছে না!
ব্যাপার হৈলো, এইডা সকলের খাওনের জিনিস না
পকেডে হাত দিতে গ্যালে হাতটা মাথায় চৈলা যায়!
শুনতাছি মূল্যহ্রাসের কারণে সেইডা বিদাশে রপ্তানি হৈবো। হউক, দ্যাশের ইনকামের রাস্তাডা লম্বা হউক।


জাতীয় ফল কাঁঠাল
আমরা ডাকি কাঁডুল
প্রত্তিবছর খাই, বারোমাসি কাঁডুল বছর ভইরা খাই
ব্যাপার হৈলো, এইডা বড়লোকেরা শখের বসে খায়
হ্যারপর, এসি রুমের ভেত্রে ঘাইমে-নেইয়ে একাকার!
এরেও বিদাশ পাডান যায় না? ও সরকার...
বত্রিশডা গাছে কমবেশি ছত্রিশশু কাঁডুল পাই,
হৈচে কী, দ্যাশের ভিত্রে হ্যার দামই নাই!
দ্যাহেন এট্টু চেষ্টা কইরা, আমগো ইনকামের রাস্তাডাও খানিক লম্বা হউক।।