জমবে প্রেমের খেলা
                                                ইবনে মিজান
**********************************************
শরতের আকাশে ছিল
আজ শুভ্র মেঘের ভেলা,
নদীর পানি শুকিয়ে গেছে
আবার খালবিলও নির্জলা।


চারিদিকে বসেছে দেখো
সদ্যতরুণ কাশফুলেদের মেলা;
এসো তুমি কাছে সখি
জমবে প্রেমের খেলা।


নিশ্চিন্তে এসো'গো সখি
পেয়ো নাকো ভয়;
ভালবেসে করব দুজন
এই পৃথিবী জয়।


চাঁদ গেছে ছুটিতে আজ
অন্য কোন দেশে;
আসতে পারো সখি তুমি
নতুন কনে বেশে।


বাগিচাতে ফোঁটেনি আজ
একটিও যে ফুল;
চুপিসারে এসো তুমি
কেউ দেখবেনা বিলকুল।


পৃথিবী আজ ঘুমিয়ে গেছে
হয়েছে নিশুতি  রাত;
চুপিচুপি এসো'গো সখি
হাতে রাখো হাত।


নিশ্চিন্তে এসো'গো সখি
অনেক গল্পবলার আছে;
দেখবে না কেউ তোমায়
ভয় পেয়ো না মিছে।।


০০:০৮/১২-১০-২০১৭