স্বাধীন দেশের তরুণ যুবা
কী চাও বলো তুমি?
বইয়ে দিয়েছি রক্তগঙ্গা এনেছি পুণ্যভূমি;
ত্রিশ লক্ষ ফুটন্ত ফুল যায়নি এমনি ঝরে
মূর্খের দল বলতেই পারে, "গিয়াছে ওরা মরে!"
লক্ষ মায়ের গোলাপ গর্ভে জন্মেছে এই বাংলা
বুকের তাজা রক্ত দিয়ে এবার তারে সামলা।


নবান্নের ঐ বিন্নি ধানের মুড়কি কিংবা খই
মনেপ্রাণে বাঙালি আমি পরজীবি-তো নই!
চোরের হাতে পুণ্যভূমি হচ্ছে নাকি ধর্ষণ?
ঝরছে দেখো রক্তঝর্ণা চক্ষুনদের বর্ষণ!


রক্ত ঘামে উপার্জিত
দুঃখ কষ্টের কামাই
লুটেপুটে খাচ্ছে যারা!
ওরা কোনসে বেটির জামাই?


অস্ত্রহাতে নিচ্ছি আবার
একটুখানি দম দে
সব ব্যাটারে করবো সাবাড়
শাণ দেয়া ঐ রাম দে!


°
°
°
জয়বাংলা
_________ রশিদ ভাই।
আটাশ পাঁচ একুশ