'চুমু
শিল্পসম্মত ব্যাপার!
চুমাচুমি..
যারে তারে দিতে নাই
ভুল হৈলেই বেগোরবাই!'


বলেছেন _____
জগৎবিখ্যাত চুমু বিশেষজ্ঞ!
আপনাদের প্রিয় রশিদ ভাই।


কী মুশকিল,
'চুমু' শব্দটা মজা লাগলো!
তাইনা?
হুম, আমরা আসলে এমনই
একটু ত্যাড়াব্যাকা হইলেই চুমু দিয়া লাফাইয়া পড়ি
ক্যান লাফাই?
আরে ভাই,
ছ্যাড়াব্যাড়া হৈলেই চুমু দিয়া কারণে অকারণে লাফাই
বিলক্ষণ জানিনা, ক্যান?
তবুও, লাফাই আরকি!
এই লাফালাফি মাতামাতির আদি-অন্ত বা শ্যাষ নাই
চুমু-টুমু জাতীয় কিছু একটা পাইলেই হইছে
আমাগের লাফানি শুরু হৈতে দেরি নাই!
চলেন, ভাতঘুম না দিয়া, লাফাই
প্রতিদিনই চুমু দিয়া যে ভাত খাই
জানেন? সেই ভাতে ভ্যাজাল ঢুকছে!
চুমুক দিয়া দুধ খাই, ডিমখাই, মাছ মাংস তরিতরকারি খাই
সেখানেও বিস্তর গবেষণা ছাড়াই হাইব্রিড উৎপাদন চলে
এইসব উৎপাদন প্রক্রিয়ায় ভ্যাজাল আছে না নাই?
একটু খোঁজ খবর নিয়া লাফালাফি শুরু করেন, মিয়াবাই
অসুখে-বিসুখে যে ওষুধ পথ্য খাই সেখানেও ভ্যাজাল
কিছু আছে ভুয়া ডাক্তার ভুয়া ক্লিনিক আর কিছু কসাই
চলেন, এইবার লাফাই!
জনসেবার কথা কইয়া যেইসব নেতাবাবু চুরিচামারি করে
যেই কামলার পোলা আমলা হৈয়া বিদেশে বাড়ি-গাড়ি গড়ে
তাদের বিরুদ্ধেও একটু লাফাই?
এখনো পইর্যন্ত যা-কিছু বৈলছি
কোনো কথায় কী ভ্যাজাল আছে মিয়াভাই?
যদি ভ্যাজাল নাই, তয় চলেন... লাফাই!
কী ভাবছেন গো-মশাই?
চুমু দিয়া গাইবেন কারোর সাফাই?
লাভ নাই রে ধোনু, লাভ নাই
সবকিছুই তো জানি


হনু মশাই; ফাইনালে...
একটা কড়কড়া চুমু দিয়া কই
'ও মনু,
চারিদিকে ভ্যাজালে বোঝাই!
চলেন, বুইঝে-শুইনে লাফাই...