শ্রমিক দিবসে দেখি______
শ্রমিকেরা নেই মানুষের কাতারে!
তাদের বীরোচিত আত্মত্যাগ,
নিঃস্বার্থ রক্ত ঘাম শ্রমের মর্যাদা
কিংবা মানবিক অধিকার?
সে সবই আশ্চর্য জাদুকরী ব্যাপার ___
আজও একই প্রশ্নে ঘুরপাক খায় বারবার!
প্রকৃতপক্ষে,
সময়টা ব্যতিরেকে কিছুরই বদল হয়নি,
তেমনই রয়েছে, যেমনটা ছিলো সেইদিন।


তবে আজ ________
কার জন্য এতো আয়োজন?
কেন অহেতুক আদিখ্যেতা?


বন্ধ কর____
বন্ধ কর প্রহসন।