স্মৃতিময় মার্চ


হে মার্চ,তুমি বিজয়ের মাস
তোমার কাছেই পেয়েছিলাম
স্বাধীনতার আশ্বাস।
অবশেষে, পেলাম স্বাধীনতা
কিন্তু, হারালাম ভালবাসা।


সেই রাতে (২৬ মার্চ),
ওরা ছিন্নভিন্ন করে দিল সব আশা,
কেড়ে নিল বাপ-মা, ভাই-বোন,
কেড়ে নিল প্রিয়ার আব্রু
ভেঙে দিল প্রানের বাঁশি।


জানি, আর পাবোনা তাদের কাছে
তবু, তুমি এলে কাঁদবো জানালার পাশে,
যেখানে ভাই-বোন দুটি খেলত সারাক্ষণ
যেখানে প্রিয়ার সাথে হয়েছিল প্রথম আলাপন।


মার্চ, তুমি অমর আমার জীবনে
কোনদিনও, আমি ভূলব না তোমাকে
তুমি, স্মৃতিময় হয়ে আছো সবার হৃদয়ে।


°
°
°
= কোয়েল =
মার্চ/২০০৫