মশার ভিত্রে মশারি ঢুইকা পরছে
কানডা পুনপুন পুনপুন করতাছে
ভাঙ্গার হাইতোলা ঘুম যাইতাছে
শীতের আঁচে কম্বল ঠান্ডা হৈতাছে
আলোর গায়ে আন্ধার পইড়া রাইত
সুর্য্য আইলে দেহুম বিহানের মুখ
কানডা পুনপুন পুনপুন করতাছে
আন্ধার ঘুমাইয়া তারে ঢাকিতেছে
ঘুম, আমারে নিয়া যা তার কাছে
কম্বল তারে জড়াইয়া ওম পাইছে।।