আমাদের শহরে আছে দুই কবি
সারা গায়ে কাদা মেখে করে ছোঁড়াছুড়ি
এ বলে আমি সেরা ও বলে মুই
দুজনেই ফাটে চিড়ে হাতে নিয়ে সুঁই!


এ ও'রে গুতা মারে তালি মারে ইশ
ও তারে ভেংচি কেটে গেয়ে যায় শিষ
এ ও'রে গুতিয়ে বলে লাগেনিতো উহ!
বেঁচে গেলি বেঁচে গেলি ছু মন্তর ছু!


এভাবেই চলে ওদের গুতোগুতি খেলা
ছা-পোষা রশিদ ভাই দুজনেরই চ্যালা!!


°
°
°
________ রশিদ ভাই।
তিন দশ একুশ