রুচি নেই বলে ইনি খেতে পারেন না!
উনি অলওয়েজ ফিট থাকতে ডায়েট করেন!
ছাপোষা চাকুরে খরচ কমাতে গিয়ে শাকাহারী!
খাদ্যের অভাবে গনী মিয়া অর্ধাহারে অনাহারী!
বাতাসে হাহাকার ওড়ে
মাথাপিছু আয় বাড়ে
কলুর বলদ খেটে ক্লান্ত, মরে মরে


সুবোধে কয়:
"হ রে, ঘরের বিবি বেইশ্যা
সবার উপ্রে বইস্যা, ঝিমাই
হ রে, ঝিমাইতাছে নেইশ্যা!
বুঝি না তো,
কহন শীত-কহন বইষষা?
এই ফাগুনমাস আইসস্যা
আগুনে পোড়ে লইজ্জ্যা..."