প্রথম মনুষ্য মূর্তি
সে-তো তুমিই গড়েছো
অতঃপর ফুঁকেছ প্রাণ!
আদিষ্ট ফারিশতাগণ
আমাতে ঠুকিল সিজদাহ্, হে মহান।
অহংকারী বেশে যে রয়েছে আজতক
সে মনুষ্য শত্রু-পাপাত্মা-ইবলিশ-শয়তান!
অনুসারী তার বাড়ে বহুগুণ
ওরা নিমগ্ন জগতের মোহে
ওগো দয়াময় তব ইশারায়
সত্য বলে যাই দ্রোহে।


জরায়ুজ-জঠরে ধারণ
যেই সম্পর্কে অবতারণ
ক্ষমতা দিয়ো দৃঢ়তার
দাও মম অন্তরে নিবারণ।।


°
°
°
সিজদাহ্


________ রশিদ ভাই।
পাঁচ বারো কুড়ি