মফিজ কয়:
সউগ আস্তা ওদিই হউগ
হামার এত্তি না নাগে.....?
ওদি দিয়া বড়সড় হনু বাড়ি যায়
এদি দিয়া মফিজের বউ গার্মেচ দৌড়ায়!
আর গরীব চাষাভুষা? দ্যাশের সোগারে ভাত যোগায়...


খবরিওয়ালা'ক কই
আপা-তোতো
ঐল্লা পরীমনি আর টরীমনির গল্প বাদ দেও
তিনবিঘা এক্সপ্রেস টেরেন, ফোরলেন আস্তা
আর তিস্তার বাঁধ নিয়া কতা কও
হামার দুউক্কো তুলি না ধইরলে
হনু মিয়ারা করি দিবে?


ওমাগুলাক কন,
এদি সহজসরল সাদাভ্যাল্টা আর শিক্ষিত মফিজও বসবাস করে


আচ্চা!
ওমরা কি হামাক সারাজেবন মফিজ বানে থুবার চায়?
নাকি পোওজ্জা ভাবে?
ক্যানে বাহে, এদিককার বরাদ্দে পাইসা ফুরি যায়?
দ্যাশের ইনকামের কয় পার্সেন্ট মফিজের ঘর পায়?
আস্তাঘাট খালি ওমারে নাগে, হামার নাগে না?


বাহে, এই কতাগুলার ঠিকঠাক উত্তর চাঙ
আর মনে থোন,
এই মফিজ খ্যাইপলে কিন্তুক সগাকে কান্দে ছাড়ি দিবে!
সুতারাং, তাড়াতাড়ি জোড়ন দেও
ইয়াতে তোমারো ভালো হামারো ভালো দ্যাশেরও ভালো;
আরও বড় কতা, শ্যাখ সায়েবের স্বপ্নোপূরোণ হৈবে
পেত্তেকটা গেরাম শহর হয়া যাইবে...!