ফুল দিয়া কী করমু ভাই?
আমারে ফুল দিয়েন না!
হাড়িতে ভাত আছে, ভাত?
যদি থাকে, তয় দ্যান।
চাইর পোলাপান আর গোলাপির মা'রে নিয়া ঘরে বইসা ঝিমাই, শায়েস্তা খাঁ'র ক্ষুধাতুর সংসারে সাদা সাদা ফুলের মতন এক সানকি ভাত দেন। হাতে জমা নাই, ঘরে চাউল নাই, মনে শান্তি নাই-
তয় কী আছে জানেন?
আছে একটা জানে দুশমন করোনা ডাইনী;
বিদাশ থোন আইসা মরণে ডর দ্যাহায়!
ঐ ডাইনীরে ডরাই নাকি?
না, মোটেও ডরাই না!
জীবনযুদ্ধে লড়ি নাই?
পেথ্যেমবার জিত্তা যাওনের পর থাইকা ভয়ডর নাই।
তয়___এই ডাইনীরে খানিক ডরাই
অগো কতা মনে অইলে ডরাই
বেবাক মাইনষের কতা মনে অইলে ডরাই
বিদাশী ডাইনীরে ঘরে নিয়া আইলে অগো কী অইবো? মাইনষের কী অইবো?
অতোসব ভাইব্যা - বাহিরে যাই না!
আমিতো বুঝি,
আমার মতনই ধনসম্পিদে টইটম্বুর আমার দ্যাশমা'য়!
ওইহানে বকনের যতো লোক-অতো কামের লোক নাই,
যন্ত্র নাই, পাতি নাই, ডাক্তার বদ্যি ঐষধ নাই!
এইডা নাই ঐডা নাই,
বেডির কপাল না বান্দির পুত? ফাডাফুডাভাঙা ঢোল! কিছুই নাই!
না থাউক!
কিচ্ছুই না থাউক, তাতে কী অইচে?
আমিতো আছি!
নিয়ম মাইনা চলি, হাত ধুই, মুখ ধুই!
মাগার _____
হাতমুখ ধুইয়া খামু কী?
আর অগোরেই বা খাওয়ামু কী?
খোলানের ওপারে সালাম, রফিক, জব্বর -মুক্তিযোদ্ধা আকবর, উত্তর দিশায় মেছের, কালু অরাই বা খাইবো কী? স্যাডারা'তো কাউরে কইতেও পারেনা যে, একমুঠ খাওন দেও!!!
যাউকগা, হেগো লাইগ্যা আমরার প্রধানমন্ত্রী কইছে,
"সবাই মিল্যা লইড়া ঐ করোনা ডাইনীরে মারতে চাইলে খাওনডাই জরুরি!"
হ্যায় বেবাকের জইন্যে রেশন দিছে খাবার দিছে;
দ্যান, ঐহ্যানথোন এই শায়েস্তা খাঁরেও দ্যান,
বেবাকের পাওনা বুঝায়া দ্যান।
আমরা ঘরে বইসা যুদ্ধ লড়ি।।


শ্যাষকতা ভাই,
এই চোরাব্যাডাবেডিগুলারে সামলান
এরা নইব্য রাজাকার, চাডারের গুষ্টি।


°
°
°
ভাত দ্যান_________
একুশ চার কুড়ি