আঁকাবাঁকা মেঠো পথ;
মাঠে মাঠে ধানের চাষ, শান্ত বিকেলে ঘর্মাক্ত চাষীর ঘরে ফিরে আসা ।
এই গ্রাম-
সবুজে ঘেরা আমার গ্রাম,
পথের গাছে পাখিদের উঠা-বসা,
ডুমুর পাতায় টুনটুনির ছোট বাসা,
বৃষ্টির দিনে কাদার সাথে শিশুদের ভালোবাসা ।


আমার এই গ্রাম;
বর্ষার আগে যুবকেরা মেতে উঠে ফুটবলে,
বর্ষায় মানুষেরা নৌকায় শাপলা তোলে পানির উৎসবে ।
শীতে প্রতিটা বাড়ি ব্যস্ত হয় পিঠা বানানোর আয়োজনে,
রাতের পৃষ্ঠে নিঃশ্চুপ থাকে প্রতিটা মানুষ দ্বিতীয়
মরণে।


আমার শৈশবের সাক্ষী আমার এই গ্রাম;
আমার বেড়ে উঠার পবিত্র ভূমি,
আমার যৌবন আলাদা করেছে এই মাটিকে; জীবন সংগ্রামে !
আবার বার্ধক্যে আকড়ে ধরবে এই চেনাগলি,
শেষ ঠিকানায় কিংবা মৃত্যুর বার্তা পাঠ শেষে ।
মৃত্যুর পরোয়ানায় তিন হাত জায়গায় দাফন হোক যশোড়ার বুকে;
হ্যাঁ, আমার গ্রামে, নোয়াখালীতে ।