বাবাদের পরিচয় জানতে চাইলে আমি বলবো-
"বাবারা পৃথিবীর সেরা শ্রমিক"
বাবারা মজুরির বিনিময়ে সন্তানদের মানুষ হিসেবে দেখতে চায়;
বাবারা শ্রমের অঙ্ক ভুলে সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গণনা করেন ।
বাবারা সুখের পালকিতে চড়তে অস্বীকার করেন;
বরংচ তারা কাঁধে পালকি তুলে সন্তানের সুখ সঞ্চয় করেন ।
একজন বাবা নিজেকে নিলামে তোলেন রোদের রাগী ব্যবহারে,
আরেকজন বাবা শীতের খেরোখাতায় নিজেকে উজাড় করেন;
বাবারা বরফ আর আগুনের সংজ্ঞা ভুলে যায় পিতার সনদে!
একজন বাবা একজন সন্তানের জন্য শ্রেষ্ঠ আশ্রয়;
আবার একজন সন্তানে একজন বাবার পরিচয় শুরু হয় ।