প্রাপকের ঠিকানায় আমাকে রেখে একটা চিঠি দিও;
বানান ভুলে তোমাকে বকা দেয়া হবে না;
অভিযোগ বসানো হবে না আঁকাবাকা লাইনে,
চিঠির ভাষায় সাবলীল উপস্থাপন আমাকে ডুবিয়ে রাখে;
অতি জটিল ভাষাতে আমার বেশ অনাগ্রহ!
অথবা কোনো বৃষ্টি মুখর দিনে অর্ধ ভেজা কদম এনে দিও;
কদমেই খুলে যায় আমার হাসির পাতা,
আমি ভুলে যাই তাবৎ অভিমানের তালিকা ।
অথবা মন খারাপের জটিল সমীকরণে;
পৃথিবীর বিশুদ্ধ চেহারায় হাসি তুলে আমার সামনে রেখো,
আমি ভুলে যাবো ইতোপূর্বের মন খারাপের হিসেবপত্র;
তারপর আমি তোমার পবিত্র চেহারায় তাকিয়ে পাঠ করা শুরু করবো;
আমি ভালো আছি, আমি ভালো ছিলাম।