আমরা এগিয়ে যেতে যেতে ব্যাকস্পেসে ধূলো জমাই;
আরেকটা ক্যালেন্ডারের পাতা অতীত হয়,
উৎসবে আমরা জন্মদিন সাজাই,
তবুও ভুলে যাই-
মৃত্যু আমাদের মুখোমুখি হওয়ার দৌড় প্রতিযোগিতায় এগিয়ে আসছে!
বয়সে আমরা পূর্ণতা পেয়ে উল্লাসে থাকি,
কিন্তু আমাদের জীবন থেকে খসে যায় বয়সের হিসেব করা আরেকটি তারা;
এভাবে কেশ নেতিয়ে পড়ে শাদা আবরণে,
শরীরে ভাঁজ পড়ে শেষ বেলায়!
এভাবে দিন-রাতের গড়াগড়িতে আমাদের হিসেবের খাতা শেষ হয়;
তারপর আমরা হিসেবে মৃত্যুর বছর গুণতে শুরু করি,
এভাবে ক্রমিকে জন্মদিনকে সরিয়ে মৃত্যুবার্ষিকী বসাই;
এভাবে একশ বছরের কবরে নতুন কারও ঠিকানা বানাই!