অতীত গত হয়েছে হতাশা ভরা আকুতি নিয়ে;
বর্তমান অভাব নিয়ে পকেটে শুয়ে আছে,
ঘরে হাড়ি অপেক্ষা করে থাকে চাল আলিঙ্গনের,
উনুনের ঘুম ভাঙ্গে দীর্ঘ বিরতির পর, তবুও কোথাও কোনো ভরসার হাত স্পর্শ করার মতো নেই;
সম্পর্কের মৃত্যু ঘটে অভাবের লাইনে দাঁড়ালে ।
ঘুমের কোলেই থেমে গেছে মায়ের নাম;
এতিমের দরজায় পা ফেলতেই বই নেমে গেছে হাত থেকে,
তারপর আর কোনো পরীক্ষার খাতা আমন্ত্রন করেনি-
তার গৃহে প্রবেশ করার!
বর্তমানে সড়কে গন্তব্যে পৌঁছে দেয়ার কোনো বার্তাবাহক নেই;
প্রতিদিন নিঃশ্বাসের বয়স গুনি অবহেলা মুড়িয়ে,
তবুও অভাব পালিয়ে যায় না আমাকে রেখে;
এভাবে বয়স বাড়ে অভাবের, বয়স বাড়ে নিজের!
তারপর অভাব আমাকে মৃত্যুর দুয়ারে রেখে-
অন্য নামে পা বাড়ায়!