কিছু কবিতায় তোমাকে বসানো হবে অমর করে;
তারপর তোমাকে পাঠ করবে তোমার স্বামী,
অথবা তোমার শত্রুর বইপড়ুয়া মেয়ে,
এবং তোমার নামের মেয়েরা হিংসায় মেতে উঠবে;
কবিতার চরিত্র না হতে পেরে!
এভাবে কোনো পরিবারের বিষয়বস্তুতে আমাদের নাম উচ্চারিত হবে তাদের বিশেষ মুহূর্তে;
আবার কারো সংসারের অভিমান লুকাবে আমাদের নিয়ে কানাঘুষার আলাপনে ।
কেউ কেউ প্রেমিকার রাগ ভাঙ্গাতে আবৃত্তি করবে তোমার নামের কবিতা;
তারপর প্রেমিকা মুগ্ধ হয়ে শুনবে একটি অসম্পূর্ণ সম্পর্কের ইতিহাস,
অতঃপর প্রেমিকের কাঁধে মাথা রেখে অশ্রু লুকিয়ে হাতে হাত রেখে কম্পনে বলবে;
পৃথক একটি অভিশপ্ত শব্দ;
ভালোবাসায় পরাজয় ঘটে অভাবের,
তর্কে বাড়ে হতাশার দরখাস্ত,
সমঝোতায় বড় হতে থাকে একটি সুখের পান্ডুলিপি।