তোমাকে বলা হয়নি;
আমার নিজস্ব পৃথিবী নামক নন্দনকাননের বিস্তারিত বর্ণনা!
তোমার হাসির হিমালয়ে লুকিয়ে থাকে আমার মন খারাপের ঔষধ,
আমার কপালের ভাঁজে তোমাকে গেঁথে রাখি জৌলুসাকারে,
আমার পবিত্র ঠোঁটে সন্তর্পণে উচ্চারিত হতে থাকে তোমার নাম,
তোমার জন্য আমার অভিমান জমতে থাকে ছোঁয়ার দরখাস্তে,
তোমাকে আমি প্রিয় পাখির নামে ডাকি না,
প্রিয় ফুলের সাথেও তোমাকে তুলনায় বাঁধি না,
প্রিয় সবকিছু অক্ষি ফেরাতেই বিলীন হয়ে যায়,
তুমি আমার নন্দনকানন ।
আমার নন্দনকাননে উপসংহার বলে কোনো অভ্যাস তৈরি হয়নি;
আমার নন্দনকাননে ভালোবাসার প্রাসাদটা বিশাল,
যেখানে অভিযোগ প্রবেশ করার কোনো পথ নেই,
সন্দেহ নামক ফোটাও ঢুকতে পারবে না সেখানে রোগ হয়ে ।


তোমাকে বলা হয়নি;
তোমার কপাল আমার চুমু দেয়ার পবিত্র ময়দান,
তোমার আদ্যোপান্ত আমার বসবাসের তীর্থক্ষেত্র ।