অসুখে আমি তোমাকে ছুঁয়ে দিলে;
ঔষধ পরিবারে তুমি হও বিরোধী পক্ষ,
তোমাকে হিংসে করে প্রেসক্রিপশন!
তোমাকে ছুঁয়ে দিলে-
কমে যায় আমার জ্বরের তাপমাত্রা;
কাশির গতিবেগ, সর্দিতে দেখা দেয় নিম্নচাপ,
তোমার ছোঁয়াতে কমে যায় মাথা ব্যথার ট্রাফিক জ্যাম!
মন খারাপে তোমাকে দেখলে প্রকৃতি করে বসে অভিমান;
তোমার হাসিতে বৃষ্টিশব্দ ডুবে যায় বলে-
আকাশের সাথে আমার সখ্যতা গড়ে উঠে না,
অথচ রাত নামলে চাঁদ আমাকে খোঁজে;
আর আমি খুঁজি তোমার মুখ ।