যতো দূর যাই, মনে হয় আবার ফিরে আসি!
না, আর ফিরে আসা হয় না ।
এই গ্রাম, মেঠোপথ, পুকুর কিংবা কৃষকের ধানের ডাক!
পথের বিস্তৃত ধুলোর সাথে পায়ের সম্পর্ক;
বিকেলের রোদের সাথে মৃদু বাতাসের আহবান,
এসব কিছুকে উপেক্ষা করে একজন বিদেশগামীকে যেতে হয় তার গন্তব্যে!
তারপর জীবন যুদ্ধে তার সাক্ষাৎ,
ব্যস্ততার রাজ্যে শুরু হয় তার বসবাস!
রাত্রির ঘুমের পৃষ্টায় শৈশব নামে,
স্মৃতির কপালে অতীত এসে চুমু খায় ।
তবুও ফিরে আসা হয় না,
হাতছানি দিয়ে ডাকা তার নীড়ে ।
বাস্তবতা মানুষের কোনও রঙ বুঝে না,
জীবন যুদ্ধ মানুষের ইচ্ছে নিয়ে খেলা করে!