সংসারনামায় আপনাকে স্বাগতম;
চালের পাতিলে পানির নিম্ন ব্যবহার,
ঘর্মাক্ত কপালে হলুদের অতিথি আসন;
নাকের ডগায় চলতে থাকুক ঘামের সমাবেশ,
আলনার পিঠে লাগিয়ে দিন নতুন চুক্তিনামা ।
আপনার উপস্থিতি টের পেয়ে ভদ্রতার সনদ তৈরি করুক মাকড়শাগুলো;
টিকটিকির এলার্ম ঘন্টায় দূরত্ব শুরু হোক,
মৃত্যুর দরজায় কলিংবেল বাজুক ইদুরগুলোর,
আপনার ছোঁয়ায় বেঁচে উঠুক মৃত হারিকেন;
ফাঁসির কাষ্ঠ থেকে মুক্তি পাক তালাবদ্ধ
বইগুলো ।
আপনাকে স্বাগতম একটা সাধারন সংসারে;
প্রত্যহ দু'মুঠো ভাতের সাথে পেয়াজের সখ্যতায়,
পাটশাকে শুকনো মরিচের সাথে প্রথম পরিচয়ে,
একটা চিরুনীর বায়নায় আপনার বৈকালিক অভিমান,
বাৎসরিক পার্থক্যে নিম্নমান শাড়ির আঁচলে ছোঁয়া,
তারপরও অভিযোগবাক্সে আপনার দৃষ্টি ঘুমিয়ে থাকে;
আপনি ক্লান্তকে ভুলে যান সন্ধ্যার পরিবারে স্বামীর আগমনে,
স্বামীর চেহারা দেখে ভুলে যান আপদমস্তক কষ্টগুলো,
রাতের শেষ বয়সে আপনি খুঁজে পান সুখের শ্রেষ্ঠ বালিশ; স্বামীর বুকে ।