অনেকদিন পরে অবশেষে বৃষ্টি নামল। উত্তাপের উন্মত্ত দাপিয়ে বেড়ানোতে একটুখানি স্বস্তির জল। খুব নেমে যেতে ইচ্ছা করছিল ফুটবল নিয়ে কর্দমাক্ত মাঠে। বয়সের চোখ রাঙ্গানি, পকেটের স্মার্টফোন, লোকলজ্জা, আরও বহুবিধ কারণে হয়ে উঠলো না। তাতে কি, মনকে কে আটকাতে পারে। শৈশব, কৈশোর, যৌবন বেয়ে উঠে আসা বৃষ্টিস্নাত সৃতি কেউ তো মুছে দিতে পারে না। সেগুলোর গায়ে পরশ বুলালেও অনেক ভাল লাগে। শরীর না ভিজুক, মন তো ভেজে, কখনও কখনও চোখ......