কবির বুক জুড়ে কৃষ্ণসার মেঘ
কবির বুক জুড়ে দুরন্ত বৃষ্টি,
অঝোর বৃষ্টির কতটুকুই
নিতে পারে বোবা কলম?


কবির বুক জুড়ে তাই বান ডাকে
জলের সীমা পেরোয় বিপদসীমা
বাঁধ ভাঙ্গে প্রতিবেলা,
বাঁধ দিয়ে কতই আর রোখা যায় জলোচ্ছ্বাস?


কবির ভেতরের এই দুর্যোগ
দেখে না কেউ চোখ মেলে
সবাই তো জানে,
পাগল দুএকটা থাকেই সংসারে।


এভাবেই বাঁচে দুর্গত সেই কবি
জলের ধারায় ভিজে
জলের তোড়ে ভেসে,
জলে থেকে হয়ে যায় এক জলজ কবি।