সকলেই যেন বুঝে গেছে জীবনের মানে
মানবিক লেনদেনে সবই লাগে ফাঁকা
এখানেই আছে সুখ, ভিতর বাহির ওলটপালট
সুখ কি যায় রঙ পেন্সিলে আঁকা?


শরীর মন্থনে আছে সুখ ক্ষণকাল
রমণ ফুরিয়ে গেলে কি থাকে রমণীতে?
রাতের বাসি ফুল কে সাজিয়ে রাখে
সকালের ফুলদানীতে?


তোমার বুকে পিঠে
কি দারুণ সুখ লেগে আছে
রাত জাগানিয়া গান গেছে বেজে
সুধা শেষ পেয়ালাতে, চুমুকটা মিছে।