শুধুই উচ্চারিত শব্দে
‘ভালবাসি’ কে বলেছে কবে?
যতটুকু বলেছে মুখে
চোখদু'টি বলেনি কি
শতগুণ বেশি?

শুধুই বৃষ্টিতে কি ভিজেছে এ তনু
হৃদয়ের ঝড়-জলে ভেজেনি কি কিছু?
মেঘ কেটে এই বুকে
জাগেনি কি নীলাকাশ?
বাজেনি কি মেঠো পথে
নূপুরের ঝঙ্কার?


খোলাচুলে এই পথে যায়নি কি সেইজন?
যতই বলুক মুখে, সব মিছে সব ভুল
আলতা কি ছিল তার ভীরু ভীরু পায়ে?
কাজল কি লেগে ছিল দু’চোখের কোণে?