দু’হাত মেলে দেখছ কি করতল?
দু’হাতে মেখে দিয়েছি ফুলরেণু
নেল্ পালিশ তোলার ছলে
কি তুলে ফেল তুমি?
রক্তের দাগ?


দু’চোখে তাকিয়ে তোমার,
তোমার চোখে দিয়েছি
অপার নীলিমা; স্বপ্নলোক,
কি করে পালাবে তুমি?
অসীমে কেউ পালাতে কি
পেরেছে কখনও?


উষ্ণ চুম্বনে তোমার ফুসফুসে
ভরে দিয়েছি ভালবাসার ঘ্রাণ
তোমার রক্তে ছুটছে আজ তারা
হয়ে দুরন্ত অক্সিজেন।
তোমার সারা শরীরে বুনে দিয়েছি
অপ্রতিরোধ্য স্বপ্নবীজ,
হাত বা শরীর ধুয়ে
মুক্তি মিলবেনা আর কখনই।


ছুটে যেতে পার
এক ছায়াপথ থেকে আরেকটায়
তবু আমার ছায়া থাকবে দাঁড়িয়ে তোমার পথে,
তোমার পিয়ানোর সুরে বেজে গেছে আমার গান,
তোমার আর মুক্তি নেই;
এই জনমে, কিংবা তারও ওপারে।
(২৭.১০.১৫)


নোট : প্রায় পাঁচ মাস পরে লিখছি, জানিনা এখন আসরে আর কেউ আমাকে চিনবেন কিনা। লিখতে চাই, নানা কারণে হয়ে উঠে না।