আমি জানি
যদি বলে ফেলি এই পৃথিবী গোল
অনেকেই কমলালেবুর জ্ঞান দেবে,
আমিও মানি, সবাই বলছে যখন
কমলালেবুই হবে।


লেবুর খোসা ছাড়াতেই
পার হয়ে গেল এক মানবজীবন
অন্তঃপুর আর দেখাই হল না।
জীবন এতো ক্ষুদ্র বানালে ঈশ্বর?
অপার এই তৃষ্ণা যে মেটানোই হল না।


পথের ধুলো মাড়িয়ে
পথ ভুলেই বুঝি
ভালোবাসা আসে কখনও,
ভিতর-বাহির ওলটপালট
মিথ্যে নাম জপে অভুক্ত জীবন।


ইচ্ছে হলেই বাড়ানো যায়না  হাত
মেটে না এই এক জীবনের সাধ,
রুখবেই যদি বুকের দুয়ারখানি
কেন দিলে দুচোখ ভরে আলো
হৃদয় কেন দিলে অন্তর্যামী?