শরীর জুড়ে  আঁচড়, দগদগে কাল,
মায়াময় মুখখানা। মনে হয় চিনি
নতুন এসেছিল ও,  নাম কি মোহিনী
সময় হল না আর। কে রাত্রি নামাল?
পোশাক পরেছে মেয়ে, খুব জমকাল      
পুজোর ছুটি যে আজ, খুশীতে দামিনী।        
দুম করে ঝাঁপ দিল, জংলী বাহিনী
রক্তলোলুপ আকাট,  দাঁতাল ধারালো।
          
নীল স্কার্টে নীল খোঁড়ে যারা সব আজ,
অজ্ঞান, অসভ্য, জড়, প্রচণ্ড প্রতাপ।          
অগ্নির আহুতি দিয়ে,  পুরোহিতরাজ ,    
মোহিনীর বাবা মার  অশেষ সন্তাপ              
ধুয়ে দিক, আর চাই, উন্মুক্ত সমাজ,  
শান দেয়া তরবারি ও শান্তিউত্তাপ।


------------------------------------