ছাত্র হল অসহায়, পুলিসে পেটায়
অবরুদ্ধ ঘরে। তারাও কিছু-কি কম
রাজনীতি কালি দিয়ে পোস্টার চেটায়
“উপাচার্য করেছেন প্ল্যান অনুপম”।
সারাদিন তাই ঘরে অবরোধ ক’রে
মান জলাঞ্জলি। অপমানে দেয় তালি।
"বদলা"ই জিতে যায়, সভ্যতা আসরে,
বিশ্ববিদ্যালয় জুড়ে, হিংসার ডালি।


আর কতদিন! যেন দড়ি টানাটানি
খেলা দেখি বসে, হই বিষণ্ণ, বিমুঢ়।
মননের চর্চা ছেড়ে, সস্তা হানাহানি
হিঁচড়ে তুলতে হবে, শিকড় নিগুঢ়।
সম্পর্ক যেমন এক পিতা পুত্রে মেলে
চিরন্তন গুরু শিষ্য, হোক সব ফেলে।


-----------------------------------
(এই কবিতাটি শেক্সপীয়রিয় সনেট যার rhyme scheme ধরতে চেয়েছি ababcdcdefefgg)