একটা নিষিদ্ধ পরিকল্পনায় ডুবে থাকি, ঘরময় শুধু নগ্ন অন্ধকার।
ভাঙা-গড়া, রূপ-প্রতিরূপের খেলায় মহাজগৎ জুড়ে বইছে বিস্তীর্ণ নদীর নিনাদ,
ঘরময় শুধুই নগ্ন অন্ধকার, বিস্তারিত শূন্যতা।
পরিকল্পনা বিশ্লেষণ করলেই উঠে আসে নানাবিধ ত্রুটি - না!
কোনো বিজ্ঞাপন বিরতি রাখা যাবে না, সরাসরি সম্প্রচারিত হবে সূর্য ডোবার ঠিক পরেই -
সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে, সব পাখিদের নীড়ে ফিরে যাওয়ার ন্যায্য সুযোগ দেওয়া হবে, শুধু ঘরময় থাকবে নিরেট নিষ্কণ্টক অন্ধকার।
কেউ নয়, কিছু নয় শুধু শরীর জুড়ে জড়িয়ে রবে অন্ধকার,
স্রোতের মতো, নিয়মানুবর্তী পিপড়ে দলের মতো, শহরের বুকে হঠাৎ জ্বলে উঠা নিয়ন আলোর মতো, নিঃসঙ্গ ট্রেনের মতো-
আমাকে জড়িয়ে থাকবে কেবলই শূন্যতা। তুমি নও, সে নয়, আমি নই -
শুধুই নিষিদ্ধ পরিকল্পনা।
পরিকল্পিত সম্প্রচারের দিকে তত্ত্বজ্ঞ আঙুল নিয়ন্ত্রিত তড়িৎ নিয়ে হাজির হয়, অথচ
তারা জানে না, তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রিত হচ্ছে কতিপয় খিস্তিবাজের খিল্লিতে।
তারা জানে না-
প্রাণ মাত্রই স্বাধীন, সুসম্পন্ন ও সুসমাহিত।
ক্রমেই এগিয়ে যাবো পরিকল্পিত সম্প্রচারের অভিমুখে -
সব ব্যারিকেড নিমিষেই উথাও হবে, শ্লোগানমুখর মিছিল হারিয়ে যাবে হাওয়ায় - চোখের কোটরে দৃশ্যমান শূন্যতা নিয়ে হেঁটে যাবো শেষ সীমানা অব্দি।
ঝরের আগামনী খবর পৌঁছে যাবে রন্ধ্রে রন্ধ্রে - বিধ্বংসী প্রলয়ে সমাপিত হবে পরিকল্পনা।


৫ই নভেম্বর ২০২০