তোমার কাছে পৌঁছাতে পৌঁছাতে পায়ে হাঁটা পথটুকু শেষ হয়ে যায়,
তোমার দিকে তাকাতে তাকাতে ক্যামন দৃষ্টি ঘোলা হয়ে যায়, শুধু
সম্মুখ থেকে সরে গিয়েও একটা আবছা তুমি হয়ে তুমি থেকে যাও।
হাত বাড়িয়ে তোমাকে ছুঁতে গিয়েও অচ্ছুত থেকে যায় ছায়া, তুমি কি মরুর বুকে অধরা আলেয়া তবে? ছাতি ফাটা রোদ্দুরে ক্ষীণদৃষ্টি, ন্যুব্জ শরীরের দিকে ধেয়ে আসা অট্টহাসি নিছক?
তোমাকে বুঝে উঠতে গিয়ে জেনেছি, ঈশ্বর কোনো মাসিয়া পাঠাননি তোমাকে পাঠোদ্ধার করার। সে নিজেও হেঁটে বেড়িয়েছেন দিক থেকে দিগন্তে।
দূর থেকে দূরত্ব ঠিক স্পষ্ট হয়ে ওঠেনি বোলেই বোধহয় ভ্রমের সৃষ্টি। ছায়াটুকু নিঃশব্দে সরে যাবে বোলেই বোধহয় আলোর এতো ঝলকানি?
সাঁতার শিখে নদীর থেকে এতোটা দূর হেঁটে যাবো বোলেই কি তবে নদীর কাছে আসা?


২৫ সেপ্টেম্বর ২০২০