১৭ই অক্টোবর, রোজ শনিবার, সাল ২০২০ইং
এক মৃত্যুর গহীন কুয়ায় ডুবে যাবে।


স্মৃতির কপাটে কড়া নেড়ে যাবে বিম্বিসার অন্ধকার, বেহুলার নিকশ রাত।
আলোড়নে জাগাবে বৈশ্বিক তাপমাত্রা, তবুও
ছুঁতে পারবে না জাগতিক স্নায়ু- অধরা থেকে যাবে গোপন কুঠি।
মায়েদের ঔরসে জন্মাবে হন্তারক, তাদের চোখ থেকে উদগিরিত হবে বিধ্বংসী লাভা
শকুনের চেয়েও ধারালো নখ, হায়েনার চেয়ে প্রখর নাক, শিকারী সিংহের চেয়েও খিপ্র থাবা;
সব সৃষ্টি ধ্বংসের মুখোমুখি হবে।
জ্যন্ত সমাহিত হবে হৃৎপিণ্ড, মৃতরা উল্লাসে দাপিয়ে বেড়াবে সন্নাসীর মুখোশে -
তাদের শূন্য চোখের কোটরে দৃশ্যমান হবে যাবতীয় শোক,
ব্লাকহোলের গহ্ববে তলিয়ে যাবে শেষ সবুজ পাতাটি।
এক ছিন্নমূল যুবক, প্রেম নিবেদন করে যাবে আফ্রোদিতির দরবারে,
প্রত্যাখ্যানের তিমিরে গোলাপের পাপড়ি পুড়ে যাবে ফুটন্ত রক্তে -
অবহেলার প্রায়শ্চিত্তের আগুন তাকে পোড়াবে ভীষণ, বিভীষিকার পৃষ্ঠায় লেখা হবে অনন্ত নাম, প্রেমিক।
অন্ধকারের ফুল ফুটবে ব্রহ্মাণ্ডের প্রত্যেক প্রেমিকার কনিষ্ঠায়, হলুদ বিষাদে রূপান্তরিত হবে যামিনী -
তাদের হৃৎপিণ্ড ভরে উঠবে আশ্চর্য অনিহায়,
শুধু হেমলক ভেবে কিউপিড এড়িয়ে যাবে আরাধনার নেফারতিতিকে।
ফসলের মাঠ আলকাতরার পৌঢ়ত্বে অনাবাদি হবে, সংঘবদ্ধ খিদার শ্রেষ্ঠত্বে সৃষ্টি হবে অনবিচ্ছেদ্ধ্য নৈকট্য -
যা থেকে আলাদা করা যাবেনা দহন ও শান্তির সমন্নয়।
দ্রোহের টুটি চিপে ধরবে দারিদ্র্য- পেট, মনে ও মস্তিষ্কে
নিশ্চুপ অঙ্গীকারে ডুবে যাবে কোজাগরী চাঁদ। শেষ...সলতেটুকু
পুড়ে যাবে, মৃত্যু গ্রাস করে নেবে,
অসম্পূর্ণ পরিত্যাক্ত চুক্তির নিস্পৃহ ঢেউ গিলে নেবে স্পর্ধা।



১৭ই অক্টোবর ২০২০