ওরা না হয় কারণ খোঁজে, কারণ বোঝে -
পৃথকভাবে বসত করে। তুমি তো জানো ঈশ্বর,
ক্যামন থাকি, ক্যামন ভাবি, ইচ্ছাটার ডানা মেলি।
বুকের ভেতর কারে পুষি, ক্যামন জ্বলি কোন অনলে!
ভেজা চোখ দেখে ওরা ভাবে, বরষা দারুণ পীড়নকারী;
ওরা কি আর সইতে পারে, বুঝতে পারে, আমি কার অভিমুখী?
কারে আমার বুকে রাখি, কার ভেতরে একলা থাকি
কার কাছে আমি দারুণ পুড়ি, ঈশ্বর...
আমি নিদারুণ এক নির্মল নির্বাণ প্রার্থী।


২৫ ফেব্রুয়ারি ২০২০