নিঃসঙ্গতার ঔরসজাত বিষাদকে ছুঁয়ে দিয়ে বলি, কতো জমিয়েছো নীল তোমার গর্ভে? কতোটা ঢেলেছো স্ফুলিঙ্গ বুকের গগনে? কতোটা বিমুগ্ধতায় পান করে নেওয়া যায় হেমলক? কতোটা কাছে থেকে দেখা যায় মৃত্যুকে? কতোটা নিশ্চিন্তে বিশ্বাস করা যায় আততায়ীকে? কতোটা নিঃশব্দে স্বপ্নগুলো ভেঙে যায়? কতোটা পাহাড় জমা হলে মেঘ নদীতে মিলায়? কতোটা সহিংস্র হলে শ্বাপদ খাবলে তুলে নেওয়া যায় হৃদপিণ্ড? কতোটা নির্লিপ্ত হলে ভেসে যেতে দেওয়া যায় স্রোত?
জানা থাকলে উত্তর দিও নন্দিনী! যদি না জানো তবে, বরষা দিও খামে। বরষা যদি ভাসিয়ে দিতে পারে জমা যতো ক্ষোভ! তবে তাই হউক, তাই হউক আরাধনা। বর্ষার্ঘ্য দিবো খুনের বেদিতে। ওষ্ঠে ফুটবে রক্তজবা, বিসর্জন দিবো সকল চাওয়া পাওয়া।


৫ই মে ২০১৮