সহজে মেনে নিই না কিছু,
জটিল যা কিছু তা সহজেই সহজ হয়ে যায়।
জানা আছে, অনুভূতির কল্যুশনে ডিপ্রেশন-স্লিপিং পিল
আর রাত জাগা নষ্ট অভ্যাস।
সহজে রক্তে মাখিনি কাউকে,
সহজে হইনি কারো।
জানা আছে, চলে যাবার জন্যে যারা আসে
তারা থেকে যাবে হাহাকার হয়ে।


বিধাতা এক আশ্চর্য হৃদয় দিয়েছেন বুকে,
বেঁধে রাখার মন্ত্র পড়েও ছিঁড়ে দেই বাঁধন।
এক মস্তিষ্ক দিয়েছেন, যাতে সব নষ্ট ভাবনা
যতোসব উটকো সর্দি-জ্বর মাথাব্যথা।


এক শরীর দিয়েছেন নশ্বর,
যাতে বন্দিনী এক হৃদয়, তার আবার পিছে ফিরে তাকানোর টান!
পার্থিব সবকিছু ফিরে যাবে অজানা মানচিত্রে।
তুমি যাকে আপন বলে কাছে টেনে নাও
সেও যেনো তোমার দিকে তাকায়, যেমন করে তোমার দিকে আমি।
অপরাধবোধ যেনো ছিঁড়ে না খায় তোমায় প্রেমিকের চুম্বনে,
পাখির পালক এঁকে দিয়ে গেছি বিশ্বাসের ছদ্মনামে।


রোদে পোড়া চামড়া, রুক্ষতম শীত স্পর্শ করে তবেই
মেনে নিয়েছি পুরুষরাই একমাত্র আশ্রয় খোঁজে ঘুমে।
বিধাতাকেও প্রশ্ন না করে বিশ্বাস করিনি
প্রশ্ন ছুড়ে দিয়েছি অস্তিত্বে, ক্যামন করে এলো বিশ্বলোক?
মাননীয়া প্রতিপক্ষ,
জানি মেনে নিতে কষ্ট হবে, স্মৃতিশক্তিটা নিভে যাওয়ার আগেই -
সলতেতে কিছুটা কেরোসিন জমিয়ে রাখুন।
দমকা হাওয়া কিংবা শান্ত শীতল নদী দিয়ে তরতর করে বয়ে চলা নৌকাও
সেদিন আর ফেরাতে পারবে না, যা অবশ্যম্ভাবী তা আসবেই।
অনিচ্ছাসত্ত্বেও ভেঙে যাবে ঘুম;
একদিন খুলে যাবে দুয়ার, হবো ইতিহাস।


২১ আগস্ট, ২০১৯