কী আশ্চর্য! কান্না গুলো সব জল হয়ে যায়। জলগুলো সব ফুল হয়ে যায়। ফুলগুলো সব হারালো কোথায়?
হারানোর মেলায় হারিয়ে গেলো, হারানোর খাতায় ভীড় বাড়ালো। ভীড় গুলো সব মিলিয়ে গেলো, আগমনীর বার্তা কোথায়?


বার্তা হুজুর চিলে নিয়েছে, চিল বেটায় পালিয়ে গেছে সমুদ্দুর।


চিল বেটারে খবর পাঠাও, বার্তা আমার চাইই চাই। বার্তা ছাড়া আমার অস্তিত্ব কোথায়?


কি আছে ওতে বলেন হুজুর, চিল বেটার কানটা ফাটাই, এমন সাহস কেমনে দ্যাখায়?


ওতে আছে জীবনী আমার, প্রেমিকার গোলাপ রাখা।


চিল বেটাকে পাচ্ছি না হুজুর, শুনেছি সে নাকি আজ বাজায় প্রচুর, নানান রকম বাদ্যবাজনা।


সেখানে ছিলো সুরের নাটাই, প্রেমিকা আমার ব্যাপক বাজায়, সুখের সুর ছিলো ওতে, তাই তো বেটায় আজ বেজায় সুখে!


প্রার্থনা হুজুর সৈন্য পাঠাই, লাঠেল পাঠাই, চিল বেটারে আসুক নিয়ে।


সে কাজ নেই, প্রেম আমার গেছে চুকে। কথা ছিলো জবাব দেয়ার, নয়তো সে আমায় যাবে ভুলে।


এখন কি করবো হুজুর? এভাবেই কি চলবে তবে?


পাগড়ি যার, রাজ্য তার। এই নিয়মেই তো চলছে সবে!
কাল থেকে না হয় ঘুড়িই হবো, নাটাই থাকুক তারই হাতে।


১৫ এপ্রিল ২০১৯