চলে যাওয়া খুব সহজ,
চাইলেই চলে যাওয়া যায়।
নদী যেমন চলে যায়; মোহনায় মিশে,
এই জীবনে এমনভাবে আসে নাই কেউ কাছে।


চলে যাওয়া খুব সহজ,
চাইলেই চলে যাওয়া যায়।
ঘরছাড়া পাখি যেমন সন্ধ্যায় ফেরে ঘরে,
এমন ভাবে করেনি কেউ আপন এই ইহলোকে।


চলে যাওয়া খুব সহজ,
চাইলেই চলে যাওয়া যায়।
ডাহুক যেমন নিবিড় কাছে ডাকে চাতকিনীরে,
এমন ভাবে কাছে কেউ ডাকেনি - গত মৃত্যুর আগে।


চলে যাওয়া খুব সহজ,
চাইলেই চলে যাওয়া যায়!
গোলাপ যেমন জড়িয়ে রাখে নিষিদ্ধ খুনকে,
এমন ভাবে কেউ কাছে রাখেনি প্রেমের আবন্ধনে।


চলে যাওয়া খুব সহজ,
চাইলেই চলে যাওয়া যায়?
রাত যেমন আঁকড়ে থাকে ধ্রুপদী আঁধারে,
একলা চাঁদের আবেশে তবুও কেউ আসেনি পাশে।


চলে যাওয়া খুব সহজ,
চাইলেই চলে যাওয়া যায়।
থেকে যেতে যতো কষ্ট, যতো কাঁচের গুঁড়ো,
বুকের গভীরে হতাশা বিষাদ, ডালিমের চেয়ে গাঢ়।