এক অপার্থিব দেয়াল গড়ে তুলছি প্রতিনিয়ত,
নিবিড় করে কাছে টেনে নিচ্ছি তাকে-
যাকে তুমি দুরত্ব বলো।
যাকে তুমি অবহেলার গাঢ় প্রতিমা বলো।
তাকে আপন করে নিচ্ছি রোজ, গিলে নিচ্ছি নিষ্প্রভ নীলিমায়।
যাকে তুমি হেমলক ডাকো।
বেপরোয়া এক রাত পুষে রাখছি বুকে,
হৃষ্টপুষ্ট হচ্ছে বিষাদ, যেনো এক দানব অন্তরে।
যাকে তুমি অশ্রুজল বলো।
যাকে তুমি দুঃখ বলো, সঙগায়িত করো অনাকাঙ্ক্ষিত পরিণতি বলে।


আমি এক আজন্ম হেমলক, আমাকে ঠোঁটে তুলে নাও।
ভেঙে দিতে যদি পারো দুরত্বের দেয়াল, কাছে যদি টেনে নিতে পারো,
এ বুকে রেখেছি এক নির্জন কোলাহল।
আমি দূরে চলে যাওয়া একমুখী পথ, যেখানে আর কোনো ফিরে আসা নেই।
পথেরও পথে চলেছি নিয়ে হাজারো স্মৃতি রক্তের মতো লাল-
পৌঁছুতে পারি না, পায়ে বিঁধে আছে শতরঙ্গি শৃঙখল।
তুমি তাকে কি নামে ডাকো? প্রেম? নাকি মৃত্যু?


১০ই মে, ২০১৯