এক আকাশ নীল ছুঁয়ে জানতে চাইলে, কেমন আছি?
অতীতের সমস্ত ধূসর ধুঁয়ে, শুভ্র কাশবন দেখিয়ে দিলাম তোমায়
বললাম, ওখানে যাও।
তোমার জন্য কিছু মেঘ রেখেছি গোপন।


জানতে চাইলে, কেমন আছে কারাগার?
বললাম, গোপন সেলে জমিয়ে রেখেছি অতীত।
কারারক্ষী নিযুক্ত আছে অলিন্দের কঠোর নিঃশ্বাস,
তুমি এলেই তালা খুলে দিবে সে,
মুক্ত হবে আজন্ম সাধ!


আবেগের ভেলায় ভেসে জানতে চাইলে, ভালোবাসো এখনো?
কাঁপা গলা গোপন করে তোমায় দেখালাম রক্তকমল।
কেমন নির্লজ্জের মতো আলো ছড়াচ্ছে চাঁদ!
এমন ভাবে প্রেম গোপন করেনি এর আগে কেউ।


কি ভেবে জিজ্ঞেস করলে কি জানি, বেঁচে আছো?
গোলাপের তোড়া হাতে নিয়ে এসব জিজ্ঞেস করে কেউ?
তুমি না আজকাল খুব বোকা হয়ে গেছো,
এপিটাফে দেখোনি? ঝকঝকে অক্ষরে লিখে রেখেছে,
যুদ্ধের বিরুদ্ধে শান্তি ফোটাতে-বন্দুকের চেম্বারে বুলেট নয়, ফুল আনুন।


দোসরা ডিসেম্বর, ২০১৮