তোমার আমার মধ্যকার সীমান্তের ফারাক ফারাক্কা বাধ, তিস্তা ব্যারেজ কিংবা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যকার কাশ্মীর নিয়ে যে স্নায়ুযুদ্ধ চলছে তার থেকেও শীতল। অথবা বলতে পারো, কিম জং উনের একনায়কতন্ত্রের চেয়েও  দুরত্বের আধিপত্য বেশি সেখানে। এই প্রেম প্রেম খেলার দুনিয়ায় হাত বাড়িয়ে ছুঁয়ে ফেলা প্রেমগুলো প্রেম পর্যন্তই সীমাবদ্ধ থাকছে শুধু হাতের উপর হাত না রেখে স্তন আর নিতম্ব ছুঁয়ে যোনির উষ্ণজলে স্নান সেরে আসার পাশবিক ইচ্ছা পূরণ করতে গিয়ে। মোদ্ধা কথা হচ্ছে, ভালোবাসাটা হচ্ছে না। তা হবে কি করে? ভালোবাসার কথা বলতেই কেমন যুদ্ধ লেগে যাচ্ছে। যুদ্ধের পর বলো কিছু কি আর আগের মতো থাকে?


২৯ জুলাই ২০১৯