এইযে জীবন, খোসার অন্তরালে লুকিয়ে রাখা স্বকীয়তা,
এইযে জীবন, কী রুঢ় এই বান্ধবহীনতা!
নাগরিক জীবন যাপনে বেজায় অনিহা আর ক্রোধ,
তাই তো নিজের ভেতর গহীন দ্বীপে নির্বাসিত থাকি।
আলিঙ্গনে কাছে ডেকেছি একলা বিষাদ।
বিষণ্ণতা নিয়মিত উৎফুল্ল রাখে,  
প্রাণবন্ত হয় নিঃসঙ্গতার একলা একেকটি রাত,
মেলানকলি মৃদু ছুঁয়ে যায়, থেকে যায় হয়ে বন্ধু আকাশ।


প্রণয়ে, কামনায় - হৃদয় খুলে বোসে থাকে ভিসুভিয়াস,
কী প্রগাঢ় অন্ধকার ছিনিয়ে নেয় একেকটি ক্ষন - স্বমূলে,
স্মৃতির ক্যালেন্ডারে প্রতিটি মুহূর্ত কালজয়ী মনুমেন্ট হয়ে আছে।
কী নিগূঢ় কাছে আসায় ভেসে গিয়েছিলো প্রতিবিম্ব!


মুছে যাওয়া জল তবু ছাপ রেখে যায় খাতার পাতায়,
কী রুঢ় এই বান্ধবহীনতা, কী নিষ্ঠুর এই বাস্তব বাস্তবতা।