তুমি — মূলত এক নদী
মহাকাল পেরিয়ে এসেছো ধূমকেতু ডানায়—
ব্যথার জমিনে ছড়িয়ে দিচ্ছো স্বর্ণাভ ফসলের স্বপ্ন
পাথর ভাঙা স্বভাবে
আঁকাবাঁকা দীপ্তিময় পথ এঁকে চলেছো—
পলি বিশ্বাসে জড়িয়ে ধরছো জলের ঐক্যে
কোমল গান্ধারে কল-কল বয়ে চলেছো — নির্মল
রোদনের সন্ধ্যায় সরিয়ে দিচ্ছো কুয়াশার ঢেউ
স্পষ্টত আলোকিত হচ্ছে দৃশ্য
তুমি — এক নদী, মূলত—
স্রোতে আশ্লেষে মাটিকে করে তুলছো এক তপস্বী
ধ্যানের ভেতর ঢেলে দিচ্ছো সুধা—
জলের নরোমে — নিস্তরঙ্গ বেজে যাচ্ছো অনবদ্য
জড়িয়ে নিচ্ছো — সাবলীল স্বচ্ছলতায়
সস্নেহ সৃষ্টি তোমার —
বয়ে চলেছো, বয়ে চলেছো —
স্বকীয়তায় তোমার


১৯এ জানুয়ারি ২০২২