দু-চোখে কিছু অপরিণাম বিশ্বাস
  হিসেব কষতে দিন যাচ্ছে চলে,
  সুখ-দুঃখের এ বিশ্বাসী শহরে!
  কিছু ইচ্ছাকে মেলাতে গিয়ে,
আত্নলোভী সত্তা বিভোর চেতনায়-
অন্য আকাশ কালো মেঘে ঢাকায়।
যত্রতত্র হৃদয়ে জমাটবদ্ধ অতৃপ্তি,
নির্দয়ের সূর্য উদয় নিয়ে অন্ধদিপ্তী!
বিশ্বাসের বুলি আওড়াচ্ছে কত-
শতজন-
প্রতিশ্রুতির আশ্বাসে ভাঙ্গছে প্রিয় মন।
ভোরের শুকতারা দুঃখে নিভে যায় মিশে,
স্রষ্টার সৃষ্টি স্রষ্টাকে ভুলতে চায়
কিসে?


হাত পেতেছে কেউ,অচিন মানুষ-
অজুহাত পেতেছে হাত,নেই হুশ।
রাজত্ব দেখেছো মোর,বিশাল
আকাশে;
মাথা নোওয়াতে খুঁটে খায় মন বিষে। রাজপ্রাসাদের ঐ দরজা দেখেছো?
কি আশায় কড়মড়ে শব্দ হয় শুনেছো?
সে আশায় নগণ্য শ্রেষ্ঠত্বের মূল্য কোথা?  
ঐ প্রাসাদের ইট-পাথর নড়বড়ে নিয়ে কত ব্যাথা!
শ্রেষ্ঠত্বের প্রশ্ন উঠছে আর ডুবছে পৃথিবীময়;
মানুষ খুঁজেছি হায়;কেউ তো যেচে খোঁজ নেয়ার নয়!
শুনতে কি পাও,নরম-কোমল হৃদয়ের বেদনার সুর;
বিস্বাদ-বিরক্তে উত্তক্ত মন,অসহ্যের ব্যাপকতায় নিঠুর!
কত আহাজারি,রুগ্ন-ব্যাথিত আত্নার এ শহর-
দূষিত হৃদয় সুখ খুঁজে অসুখি অষ্টপ্রহর!