একাকিত্বে ভাবণার বিচরণে,
তুমিহীন তবু চেনা নুপুরের ধ্বনি শুনি-
কথা তো ছিলনা এমন অসময়ে-
চেনা সে সুরে হাজার যত স্বপ্ন বুনি!
নীলাম্বরে মেঘেরা একদৃষ্টে চেয়ে-
এলোকেশি যখন এলে চুল শুকোতে-
চাঁদেরহাটে রূপ জোছনা পড়ছে গলে-
তিমিরের নিকষ কালো চায় হারাতে!
বলতে যদি একবার-
পাহাড় ভেঙ্গে দিয়ে ছুটতো নদী,
তোমার ঐ উদার আকাশ হতে-
এক প্রহরের আলো ঢালতে যদি!
স্পর্শে তোমার মাতাল এক-
ইচ্ছেরা যখন বেসামাল-
অগোছালো জীবনটা সাজিয়ে দিতে-
আমাতে তোমার খেয়াল!
আসতে পারতে তুমিও-
অবাধ্যতা ভেঙ্গে আমার হয়ে,
যুগ চলে গেছে যদিও-
সহে নিয়েছি আমি নিজেকে ক্ষয়ে।
কখনো নিভৃতে সঙ্গোপনে ডাকি;
স্বপ্নচারী হয়ে আমার স্বপ্নলোকে,
অশান্ত হৃদয় অস্থিরতায় ভরাডুবি-
শব্দের বুননে আজও তার ছবি আঁকে।