পৃথিবীর সব রূপকথা পৃথিবীতে ধূলিস্যাৎ-
একটু বাতাসের সুঘ্রাণ পেতে উৎসুক বুকের জলপ্রপাত!
পাশে কেউ ছিলো কি?প্রশ্ন বুঝিনি- ধ্রুব সত্য!
হাতের আঁকাবাঁকা রেখার তলে কিসে যেন কে মত্ত?
উত্তর খুঁজে মহত হওয়া-নয়তো মাটিরচাপে মিশে যাওয়া-
পরাজয় দিবসের গ্লানি মোচনে,
অসত্যের উৎফুল্ল গান গাওয়া!
স্বপ্নের বিশালতায় বিশারদ চোখের ঘুমহীন নেশা-
শুকনো মনের ভেতর ভেজা আকাশটা থাকে বিদিশা!
আচরণ বুঝে সভ্যতার অনুগামী বলাটা নিষ্প্রয়োজন-
কত সরব সমর্থনের গলা ধরে রুখতে চাওয়ার আয়োজন!
কোথায় হারানো অভিযোগের করুণ ক্রন্দন?
হেথায় সমাজ হাসছে সান্ত্বনায়;  নিম্নবর্গের অধঃপতন!
শব্দ শেখা ছোট্ট শিশুটি দেখছে; অবুঝ নীতির গল্প তৈরীর ব্যাস্ততা-
সস্তা আস্থার  সম্মানপ্রিয়তায়,
বিবেকলোপ আর  হীনমন্যতা!
দুর্লভ সুযোগগুলো উৎকন্ঠায় ডাকে-
বিরামহীন দীর্ঘশ্বাস নয়তো শূন্যতাতে
বিন্যস্ত সুখের মালা যত গাঁথছি হাতে-
মৃত্যুবিনা এ বোল সাধি দিনেরাতে!